মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস
মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস
১. মনের মধ্যে হাজারো ঝড় ঝাপটা লুকিয়ে নিজের চোখে শ্রাবণ মেঘ লুকিয়ে রাখা ছেলেটা, মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। তিনটে শার্ট আর দুটো প্যান্ট দিয়ে সে অনেকদিন চালিয়ে নিতে পারে।
২. চার দেয়ালে বন্দী হয়ে একাকিত্বের সঙ্গে হেরে যাওয়া মধ্যবিত্ত ছেলেটা রাতের বেলা নিঃশব্দে কেঁদে ওঠে। সে জানে তার এই কান্নার শব্দ কখনোই দেয়ালের বাইরে যেতে দেওয়া যাবে না।
৩. সমাজে মধ্যবিত্ত শ্রেণীর ছেলেরা সবসময় আত্মত্যাগের দিক থেকে এগিয়ে। কারণ তাদের চাকরি পেতে পেতে প্রেমিকার বিয়ের সময় ঘনিয়ে আসে।
৪. “মা আমার চাকরিটা হয়ে গেছে”, এই কথাটা বলার জন্য কত মধ্যবিত্ত ছেলে রাত জাগে। কত নির্ঘুম রাত পার করে দেয় তারা।
৫. মধ্যবিত্ত একটা ছেলের খুব বড় কিছু স্বপ্ন থাকে না। বরং তার ছোট স্বপ্ন থাকে যে, সে তার বাবা-মা, ভাই-বোনকে নিয়ে একটা ছোট্ট বাড়িতে সচ্ছল জীবন যাপন করবে।
৬. মধ্যবিত্ত ছেলেদের জীবনে উৎসবের আমেজ কখনোই ছুঁয়ে যায় না। বরং যেকোনো উৎসবে তারা এই মাসের খরচের হিসাবটা আগে থেকেই অনুমান করতে থাকে।
৭. মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেটা ঈদে সবার জন্য জামা কাপড় কিনে দিয়ে নিজের জন্য কিছু কিনতেই ভুলে যায়। প্রকৃত অর্থে এসে ভুলে যাওয়ার বাহানা করে।
৮. আমরা যারা মধ্যবিত্ত ছেলে তাদের একটা বাইকের খুব সখ থাকে। শুধু সাধ্য থাকেনা।
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আমাদের লেখা এই মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস গুলো আপনাদের কাছে কেমন লাগলো, তা আমাদের জানাবেন । আমরা অনেক ভালো স্ট্যাটাস গুলো এখানে দিয়েছি । তাই এই স্ট্যাটাস গুলো সবার সাথে শেয়ার করতে পারবেন । ধন্যবাদ সবাইকে । আমাদের সাথেই থাকবেন।
No comments